মদন-নেত্রকোণা সড়কের মাঝে কাইটাইল ইউনিয়ন এবং চানগাঁও ইউনিয়নের সংযোগ স্থলে এই বয়রালা নদীটি অবস্থিত। নদীটিতে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। নদীর দুইপাড়ের লোকজন এই মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। নদীটির উপর যদিও কোন স্থায়ী ব্রীজ নাই আছে একটি সুন্দর বেইলী ব্রীজ। ব্রীজটি দেখতে খুবই সুন্দর। ব্রীজটির উপরে উঠলে মনে হয় হবে যেন প্রকৃতি আপনার সাথে খেলা করছে। যদি কখনও এখানে আসেন তাহলে একবারের জন্য হেটেঁ ব্রীজটি পার হয়ে নদীর দুই পাশে তাকাবেন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস